নাটোর প্রতিনিধি : দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা সহ বিভিন্ন দাবিতে সোমবার নাটোরে হিসাব রক্ষন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতী করে। অডিটরস ওয়েলফেয়ার এ্যাসেসিয়েশনের ব্যানারে হিসাব রক্ষন অফিসের অডিট ও একাউন্টস বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা সকালে অফিসে আসলেও কাজ না করে কর্মবিরতী পালন করে।

অফিস খোলা থাকলেও দপ্তরের প্রতিটি শাখার কর্মকর্তা-কর্মচারীদের আসনগুলো শুন্য পড়ে থাকে। ফলে জরুরী প্রয়োজনে আসা অনেককেই অসহনীয় দুর্ভোগ সহ হয়রানির শিকার হতে হয়।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রধান শিক্ষক সহ অনেক পদের পদমর্যাদা প্রথম ও দ্বিতীয় ম্রেণীতে উন্নীত করা হলেও বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত “অডিট”পদের পদমর্যাদা এখনও তৃতীয় শ্রেণীভুক্ত রয়েছে। অথচ প্রধানমন্ত্রীর সুপারিশ সত্বেও “অডিট”পদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষনা বাস্তবায়ন করা হয়নি।

উল্লেখ্য, দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা সহ বিভিন্ন দাবীতে অডিটরস ওয়েলফেয়ার এ্যাসেসিয়েশন ২৯ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতী কর্মসুচী পালন করছে।

(এমআর/এটিআর/জুন ৩০, ২০১৪)