ধামইরহাটে ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে নওগাঁর ধামইরহাটে কৌশলে ক্রেতা সেজে ৩শ’ ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাকিরুল ইসলামের নেতৃত্বে জেলার ধামইরহাট উপজেলার রসুলবিল সালিগ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউল করিম ওরফে খোকন (৫০)কে গ্রেফতার করা হয়।
পুলিশ ক্রেতা সেজে ওই মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে অভিযানের যোগসুত্র সৃষ্টি করে। এই ফাঁদে পা দেয় উক্ত মাদক ব্যবসায়ী খোকন। ফেনসিডিলের দাম দর ঠিক করে সামনে এলেই তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার কথামত মাটির নিচে বিশেষভাবে পুঁতে রাখা অবস্থায় ৩৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি মামলা হয়েছে।
(বিএম/এসপি/অক্টোবর ০৬, ২০১৭)