নওগাঁ প্রতিনিধি : সোমবার বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের উপজেলার পি,এস,সি, জে,এস,সি, এস,এস,সি, এবং এবতেদায়ী, জে,ডি,সি ও দাখিল পরীক্ষায় জি,পি, এ -৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম, পলøী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, কৃতি শিক্ষার্থী সুমাইয়া চৌধুরী, নাবিলা চৌধুরী জয়া, আখতার জাহান আখিঁ প্রমুখ।

এ সময় সেখানে উপজেলা পরিষদের সকল দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃতি শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি ভবিষ্যত প্রজম্মের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করনে উপজেলার ৫শ’ ৯৫জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন।

(ওএস/এসপি/অক্টোবর ০৯, ২০১৭)