সাভার প্রতিনিধি : আশুলিয়ায় সোমবার দুপুরে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (৩৫) রাজধানীর বনানীস্থ নাজ গ্রুপের সহকারী ব্যবস্থাপক ছিলেন।

স্থানীয়রা জানায়, আব্দুল্লাহপুর থেকে বাইপাইল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাক মনির হোসেনের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মনির হোসেন ছিটকে পড়লে তার উপড় দিয়ে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন। লাশ উদ্ধার করেছে পুলিশ।

(ওএস/এস/জুন ৩০, ২০১৪)