কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করেছেন।

আজ শুক্রবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ’র নেতৃত্বে বহলবাড়ীয়া পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়।

এ সময়ে ভ্রাম্যমান আদালত ২০ হাজার মিটার কারেন্ট জালসহ মির্জানগর গ্রামের মৃত মানিক প্রামানিকের ছেলে একেন প্রামানিক (৪২), ইয়ার উদ্দিন প্রামানিকের ছেলে আকমাল হোসেন (৩৮), সাহেবনগর গ্রামের মৃত হান্নান মালিথার ছেলে মছিররুল ইসলাম (২৮) আটক করেন।

এছাড়াও সরকারী আইন অমান্য করে মাছ শিকারের অপরাধে দন্ডবিধির ১৮৮ ধারায় আটককৃতদের প্রত্যেকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান, মিরপুর থানার এসআই কাজী আবু জুবাইর প্রমুখ।

(কেকে/এসপি/অক্টোবর ১৩, ২০১৭)