দিনাজপুর প্রতিনিধি : ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদ বসবাস করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপি’র সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরে বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম বিকাশ কেন্দ্র সংস্থার উপজেলা ব্যবস্থাপক মো. সাদিয়ার রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপি’র প্রোগ্রাম অফিসার মাহমুদ হাসান প্রমূখ।

শেষে ফুলবাড়ী দমকল বাহিনীর সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন।



(এজি/এসপি/অক্টোবর ১৩, ২০১৭)