মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজারে ছাত্রদলের দুটি গ্রুপই পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে শহরে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ এর নেতৃত্বে শহরের সমশেরনগর সড়ক থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদনীঘাট রোড টিসি মার্কেট এর সম্মুখে গিয়ে শেষ হয়।

গাজী মারুফ এর সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, যুগ্ম আহবায়ক টিটু আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাদুর রহমান পাপন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলওয়ার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায় শাহান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ময়নুল প্রমুখ।

অন্যদিকে একই সময়ে শহরের ওয়েষ্টার্ন প্লাজার সামনে থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি’র সভাপতি নাসির রহমান এর নেতৃত্তাধিন ছাত্রদলের সাবেক কলেজ সভাপতি আব্দুল হাই পিপলুর নেতৃত্বে। মিছিলটি ওয়েষ্টার্ন প্লাজার সামনে থেকে শুরু করতে চাইলে প্রথমে পুলিশ বাঁধা দেয়।

পুলিশি বাঁধা উপেক্ষা করে মিছিলটি জুলিয়া শপিংয়ের সামনে পৌছলে মিছিলের ব্যানার কেড়ে নিয়ে তা পন্ড করে দেয় পুলিশ এবং সেখান থেকে ছাত্রদলের ৪ কর্মীকে আটক করে নিয়ে যায় বলে জানান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি পিপলু আব্দুল হাই।

আটককৃতরা হলেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী শিপু আহমদ(১৯) সামাদ আহমদ (১৮) টিপু আহমদ (২২) ফয়সল অঅহমদ (২৫)। তবে আটকের বিষয়টি মুঠোফোনে অস্বীকার করেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ।

অপরদিকে মডেল থানার ডিউটি অফিসার অর্পন দেব চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সেন্ট্রল রোড থেকে চারজনকে আটক করেছে, তবে আটককৃতরা ছাত্রদল করেনাকি সে বিষয়টি নিশ্চিত নই। তিনি জানান তাদেরকে সন্ধেহমূলক আটক করা হয়েছে।

(একে/এসপি/অক্টোবর ১৪, ২০১৭)