নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দি বাজার সংলগ্ন ঘাটের ইজারাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ হয়।

আহতর হলেন, হাসান সর্দার, ইসমাইল সর্দার, তাহের, দুলাল, মনিরসহ আরো ৩ জন। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে থাকা তমরুদ্দি ঘাটের ইজারা উপজেলা পরিষদ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাজেদকে দেওয়া হয়।

সোমবার রাত ৮টার দিকে জেলা পরিষদ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাশেম, কামাল একটি ইজারা নোটিশ নিয়ে এসে তমরুদ্দি ঘাটের ইজারা তাদের দেওয়া হয়েছে বলে দাবি করে।

পরে এর জের ধরে উভয় পক্ষের মধ্যে তর্ক ও কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন।

ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ও জেলা পরিষদ থেকে তমরুদ্দি ঘাটের ইজারার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেছে।

(ওএস/এইচআর/জুলাই ০১, ২০১৪)