সাতক্ষীরাপ্রতিনিধি : দ্রুতগামি যাত্রীবাহি বাসের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র জখম হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের নারকেলতলা বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনকঅবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আহত মাদ্রাসা ছাত্রের নাম রিয়াজুল আমিন (১৫)। সে সাতক্ষীরা শহরের পলাশপোলের আব্দুল কাদের গাজীর ছেলে ও সাতক্ষীরা মিশন মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।

সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাড. আব্দুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসে পাটকেলঘাটা থেকে সাতক্ষীরায় আসছিলেন তিনি। পথিমধ্যে নারকেলতলা বাস কাউণ্টারের সামনে সকাল সাড়ে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা এক মাদ্রসা ছাত্রকে ধাক্কা দিয়ে দ্রুত বেগে কেন্দ্রীয় টার্মিনালে চলে আসে বাসটি।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মারুফ হাসান জানান, রিয়াজুলের মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে। তা ছাড়া দুই হাতের কয়েকটি স্থানে কেটে গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটকানো সম্ভব হয়নি।

(আরকে/জেএ/জুলাই ০১, ২০১৪)