চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর ইপিজেড থানার নিউমুরিং মোড় এলাকায় মঙ্গলবার সকাল ৮ টার দিকে সিটিবাসের ধাক্কায় জেসমিন আকতার (২২) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, নিহত জেসমিন বরিশাল জেলার কোতয়ালি থানা এলাকার সোহাগ খলিফার মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেসমিন সকালে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। নিউমুরিং মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ৭ নম্বর সিটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।

(ওএস/জেএ/জুলাই ০১, ২০১৪)