নওগাঁ প্রতিনিধি : ‘অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার নওগাঁয় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে  ইঁদুর নিধন অভিযানের। জেলার সাপাহার, মহাদেবপুর, ধামইরহাট, রানীনগর, নিয়ামতপুরসহ প্রতিটি উপজেলাতেই এই কর্মসূচী পালন করা হয়।

সাপাহার উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় জাতীয় ইঁদুর নিধনেরও উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গোলাম ফারুক হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান দু’টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।
রানীনগর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগ দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে।

সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল ফারুক জেমস।

(বিএম/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)