নওগাঁ প্রতিনিধি : সোমবার বিকেল ৫টায় জেলার রানীনগর উপজেলার প্রত্যন্ত করজগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামুলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।

তিনি সভায় উপস্থিত লোকজনের মাঝে আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রকিবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, রানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, রানীনগর থানা পুলিশিং কমিটির সভাপতি মোঃ মফিজ উদ্দিন প্রাং, থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোল্লা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ।

(বিএম/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)