গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২,২০১৭-১৮ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধার গোবিন্দগঞ্জ অফিস চত্বরে মঙ্গলবার সকাল ১০টায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোছাঃ ছাহেরা বানু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান আতিক, অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফারুকুল ইসলাম, সহ কৃষি বিভাগের কর্মকর্তা বৃন্দ। কর্মসূচির আওতায় ১২শ’ কৃষকের মাঝে প্রতি কৃষককে এক বিঘা জমিতে আবাদ করার জন্য সরিষা বীজ, ডিএপি, এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

(এসআরডি/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)