কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন ‘খালেদা জিয়া ও বিএনপি বাংলাদেশের জন্য বিপদজনক। তাই বাংলাদেশকে নিরাপদ করতে, গণতন্ত্রকে রক্ষা করতে, সাধারণ মানুষকে শান্তি দিতে রাজাকার, জঙ্গি আর তেঁতুল হুজুরদের রাজনীতির বাইরে রাখতে হবে। তাই রাজাকার বন্ধু, জঙ্গির সঙ্গি বেগম খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে হবে।’

আজ শনিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, এখনো খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনি, ২১ আগস্টের খুনিদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেনি। আমরা নির্বাচনের জন্য এক হাজার বার আলোচনা করবো কিন্তু রাজাকার বন্ধু, জঙ্গির সঙ্গি বেগম খালেদা জিয়ার সঙ্গে কোন গণতন্ত্র নিয়ে আলোচনা হবে না। এই মহুর্তে বিএনপি
জামায়াত, রাজাকার, জঙ্গি তেঁতুল হুজুররা বাংলাদেশের রাজনীতির শত্রু।

তিনি আরো বলেন, খালেদা জিয়া যখন বিএনপি, রাজাকার জঙ্গিদের নিয়ে বাংলাদেশকে পাকিস্থান বানানোর চেষ্টা করেছিলো তখন জাসদ-আওয়ামীলীগ ঐক্য তৈরী করেছিলো। যখন খালেদা জিয়া যুদ্ধ অপরাধিদের সাথে খাতির করে মাজার, মসজিদের উপরে হামলা করেছিলো তখন ঐক্য করেছিলাম। আগামী নির্বাচনে জাসদ-আওয়ামীলীগের ঐক্য অটুট থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী,
মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, সাংগাঠনিক সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী উক্ত এলাকার ১৫৪জন নতুন গ্রাহকের মাঝে বিদ্যুতের সংযোগ প্রদান করেন।

(কেকে/এসপি/নভেম্বর ০৪, ২০১৭)