কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আরিফ খান জয় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের ছাত্র ও যুব সমাজকে সুস্থ ধারার সংস্কৃতি ও খেলাধুলা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এজন্য কোটি কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম ও অডিটরিয়াম গড়ে তোলা হচ্ছে।

খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে জাতীয় চরিত্র গড়ে ওঠে দাবি করে আরিফ খান জয় এমপি আরও বলেন, নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলায় আগামী জানুয়ারী মাসের মধ্যেই একটি মিনি স্টেডিয়ামের কাজ শুরু করা হবে।

শনিবার সন্ধ্যার পর কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আরিফ খান জয় বলেন, আমার পিতামহের জন্মস্থান কেন্দুয়া উপজেলার দল্পা ইউনিয়নের জলøী গ্রামে। এজন্য নারীর টানেই আমারও কেন্দুয়ার মানুষের প্রতি শ্রদ্ধা, ভালবাসার কোন কমতি নেই। সুযোগ পেলেই আমি ছুটে আসি কেন্দুয়ার মানুষের কাছে এবং দিতেও চাই কিছু। তিনি বলেন, কেন্দুয়ার মানুষও হৃদয় দিয়ে গভীরভাবে আমাকে ভালবাসেন। ছাত্র ও যুব সমাজের খেলাধুলা চর্চার জন্য সাত প্রকারের সরঞ্জামাদি ইউএনও ও পৌর মেয়রের কাছে অল্প কিছুদিনের মধ্যে পাঠিয়ে দেবেন তিনি ঘোষনা দেন।

ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায় সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলাম, কেন্দুয়া পৌর সভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, জনকন্ঠের স্টাফ রির্পোটার মশিউর রহমান খান বাবু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আওয়ামীলীগ নেতা শামছুল কবির খান, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, কেন্দুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর, মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল হক, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী জাহানারা রোজি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, পৌর আওয়ামীলীগ সভাপতি কামরুল হাসান ভূঞা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাকির আলম, উপজেলা যুবলীগের আহবায়ক মুস্তাফিজ উর রহমান বিপুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন সরকার রয়েল, অর্থ সম্পাদক শাহ আলমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগের শতশত নেতাকর্মী ও ছাত্র জনতা।

আরিফ খান জয় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসতে পারেন সেজন্য নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান, একই সঙ্গে তিনি উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে সকলকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে উপ-মন্ত্রী আরিফ খান জয়ের সম্মানে কবি আবুল হাসেম বয়াতী ও তার দল জারিগান পরিবেশন করলে মন্ত্রী তাদেরকে পুরস্কৃত করেন।

(এসবি/এসপি/নভেম্বর ০৫, ২০১৭)