কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : উত্তম সেবার নিশ্চিয়তা শুধু শ্লোগানে নয় বাস্তব ভিত্তিক কাজের মাধ্যমে উত্তর সেবার নিশ্চয়তা দিয়ে যাচ্ছে রূপালী ব্যাংক কেন্দুয়া শাখা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এই  শাখাটি প্রায় ১০ হাজার গ্রাহক নিয়ে আগামীর পথ চলছে।

গ্রাহকদের দাবী শাখা ব্যবস্থাপকসহ সব কর্মকর্তা কর্মচারীগণ অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক ভাল মানের সেবা দিচ্ছেন। যার ফলে ইতিমধ্যে উপজেলার অধিকাংশ প্রাথমিক শিক্ষক গ্রাহক হতে রূপালী ব্যাংক কেন্দুয়া শাখায় গিয়ে ভিড় জমাচ্ছেন।

কিছুদিন আগে উপজেলা পরিষদ মিলতায়নে অনুষ্ঠিত রোহিঙ্গা শরনার্থীদের তহবিল গঠন বিষয়ে একমত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ, রূপালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো: শাখাওয়াৎ হোসেনসহ শাখার কার্যক্রমের প্রশংসা করেন। এই শাখায় বকেয়া ঋণের প্রায় ৯৮ ভাগ ঋণ আদায় করা হয়েছে বলে শাখা সূত্রে জানা যায়।

(এসবি/এসপি/নভেম্বর ০৭, ২০১৭)