টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল পৌরসভার পাতুলীপাড়া থেকে নিখোঁজের চারদিন পর সোমবার (৬ নভেম্বর) সকালে অটোচালক রুবেল(২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল শহরের পাতুলীপাড়ার নাটু মিয়া ও সোনা ভানুর ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার বিকালে বাড়ি থেকে নিখোঁজ হন রুবেল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। সোমবার(৬ নভেম্বর) সকালে রুবেলের বড় বোনের পরিত্যক্ত ছাপড়া ঘরে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনটি ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয় এলাকাবাসী।

অপরদিকে, ঘটনাটিকে একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করছে রুবেলের পরিবার।

টাঙ্গাইল মডেল থানার এসআই কাজী আব্দুল আওয়াল জানান, ধারণা করা হচ্ছে, ২-৩দিন আগে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(আরকেপি/এসপি/নভেম্বর ০৭, ২০১৭)