সাতক্ষীরা প্রতিনিধি : র‌্যাব এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু জোনাব বাহিনীর উপ-প্রধান নান্নু মোল্যা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকড়ি খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে থেকে ৫টি আগ্নেয়াস্ত্রও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৬,খুলনার কোম্পানী কমান্ডার লে: কমান্ডার জাহিদ জানান,তার নেতৃত্বে মঙ্গলবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খাল এলাকায় বনদস্যু জোনাব বাহিনীর সদস্যদের ধরতে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জোনাব বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে জোনাব বাহিনীর উপ-প্রধান নান্নু মোল্যা গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়।

নান্নু মোল্যাকে আহত অবস্থায় আটক করে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরো জানান, অভিযান চলাকালে থ্রি-নট-থ্রি বন্দুক,পাইপগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ জব্দ করা হয়েছে।

শ্যামনগর থানার উপপরিদর্শক লিটন মিঞা জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

(আরকে/এসপি/নভেম্বর ০৭, ২০১৭)