নাটোর প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের ন্যায় নাটোরের নবগঠিত নলডাঙ্গা উপজেলায় বইপড়া উৎসব শুরু হয়েছে। মাসব্যাপী এই উৎসব সফল করতে গতকাল মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে বাজার প্রদক্ষিন করে। শেষে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নলডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর, চেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, বাঙ্গালখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বামুনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী, হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুজ্জামান প্রমুখ।

(এমআর/জেএ/জুলাই ০২, ২০১৪)