কলাপাড়া প্রতিনিধি : ১৯৭০ সালের ভয়াল ১২ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় স্মরণে প্রস্তাবিত উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবিতে এবং ভয়াল ওই রাতের ঘুর্ণিঝড়ে প্রাণ হারানো লাখো মানুষের স্মরনে কলাপাড়ায় রবিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কলাপাড়া প্রেসক্লাব আয়োজিত গণমাধ্যম কর্মী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ এসব কর্মসূচিতে অংশ নেয়।

সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা।

প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে ভয়াল ১২ নভেম্বরের হৃদয় বিদারক স্মৃতিচারন করেন রাজনীতিক আলাউদ্দিন আহামেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মহিলা কলেজের অধ্যক্ষ মো.আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সদস্য রফিক বিশ্বাস। কলাপাড়ায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

১২ নভেম্বর দিনটিকে উপকূল দিবস হিসেবে সরকারিভাবে ঘোষণার দাবিতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

(এমকেআর/এসপি/নভেম্বর ১২, ২০১৭)