স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের চাঞ্চাল্যকার সেভেন মাডারের মূল হোতা নূর হোসেনকে ফেরত আনার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সুনামগঞ্জ-১ আসনের সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভারত সরকার নূর হোসেনকে ফেরত দিতে সম্মত হয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ০২, ২০১৪)