নাটোর প্রতিনিধি : অন্ন বস্ত্র বাসস্থান-মাছ চাষে সমাধান এই প্রতিপাদ্য নিয়ে বুধবার থেকে নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে ।

জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত ডিসি বাংলো পুকুরে পোনামাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মসিউর রহমান। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার বাসুদেব বনিক, জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান, সদর উপজেলা নির্বার্হী অফিসার নায়িরুজ্জামান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুদ দাইয়ান,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার রুপালী, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।

আলোচনাসভা শেষে বর্নাঢ্য র‌্যালী বের করা হয় । এতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এমআর/এটিআর/জুলাই ০২, ২০১৪)