ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ১২ কি:মি: উত্তর-পশ্চিমে আখানগর ইউনিয়নের চতুরাখোড় মাধবীকুঞ্জ নামক স্থানে ব্যক্তি উদ্যোগে নির্মাণ করা হয়েছে "মোহিনী তাজ" নামে এক নৈসর্গিক ভবন।আর এ ভবনকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে বাংলো,কমিউনিটি সেন্টার,পার্ক ও পিকনিক স্পট।

রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ 'মোহিনী তাজ' এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি মো: তৈমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আবু মো: খায়রুল কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন, চিলারং ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী,জেলা চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মো: মামুনুরর রশিদ,জেলা ছাত্রদল সভাপতি মো: কায়েস,বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মামুন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান যুব ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক সুজন ঘোষ প্রমুখ।

আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে মোহিনী তাজ এর স্বত্তাধীকারী ডা: মো: ফিরোজ জামান জুয়েল বলেন, এই মোহিনী তাজ আমার সারা জীবনের একটি লালিত স্বপ্ন।এ স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।ঠাকুরগাঁওয়ের বিনোদন কেন্দ্রগুলো যখন নৈতিক অবক্ষয়ের দায়ে বন্ধ হওয়ার উপক্রম ঠিক সে সময়ে যাত্রা শুরু হলো মোহিনী তাজের।আমি বিনোদন প্রেমীদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি সুস্থ বিনোদন যারা ভালবাসেন তারা শহরের যান্ত্রিকতা ভুলে গ্রামের সবুজ-শ্যামলে ভরা মনোরম পরিবেশ পেতে চাইলে এক বার হলেও মোহিনী তাজ ঘুরে আসুন।

(এফআইআর/এসপি/নভেম্বর ২৬, ২০১৭)