গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে দেড়মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলে শ্রমিক-কর্মচারীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। 

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম জালালের সভাপতিত্বে চিনিকলের প্রধান ফটক প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, দপ্তর সম্পাদক আমির উদ্দিন মন্টু, নির্বাহী সদস্য শাহ আলম, শ্রমিক নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে পরিষদ ঘোষিত সর্বনিম্ন ৮,৭৫০টাকা এবং সর্বোচ্চ ১৩,৫০০ টাকা প্রারম্ভিক মজুরী নির্ধারণ করে ১ জুলাই, ২০১৫ খ্রি: তারিখ হতে কার্যকর জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান।

(এসআরডি/এসপি/নভেম্বর ২৮, ২০১৭)