ধেয়ে আসছে গ্রহাণু! কী হবে ১৭ ডিসেম্বর?
বিজ্ঞান ডেস্ক : গ্রিক মাইথোলজির ধ্বংসের দেবতা ছিলেন ফেয়থন।যাঁর কীর্তিতে প্রায় শেষ হয়ে গিয়েছিল পৃথিবী। ফেয়থনের নামানুসারেই নাম রাখা হয়েছে এক গ্রহাণুর ফ্যাথন ৩২০০। কারণ, চলতি মাসের ১৭ তারিখ, এই গ্রহাণু পৃথিবীর এত কাছ দিয়ে যাবে যে তাতে ক্ষয়ক্ষতির ভয় পাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সান-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই দিন পৃথিবীর অক্ষরেখা থেকে মাত্র ২০ লক্ষ মাইল দূরত্ব দিয়ে ভেসে যাবে ফ্যাথন ৩২০০।
গ্রিক মাইথোলজির ধ্বংসের দেবতা ছিলেন ফেয়থন।যাঁর কীর্তিতে প্রায় শেষ হয়ে গিয়েছিল পৃথিবী। ফেয়থনের নামানুসারেই নাম রাখা হয়েছে এক গ্রহাণুর ফ্যাথন ৩২০০। কারণ, চলতি মাসের ১৭ তারিখ, এই গ্রহাণু পৃথিবীর এত কাছ দিয়ে যাবে যে তাতে ক্ষয়ক্ষতির ভয় পাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সান-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই দিন পৃথিবীর অক্ষরেখা থেকে মাত্র ২০ লক্ষ মাইল দূরত্ব দিয়ে ভেসে যাবে ফ্যাথন ৩২০০।
রাশিয়ার কান্ট বলটিক ফেডারেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটি ভিডিও প্রকাশ করেছেন যাতে ফ্যাথন ৩২০০-কে স্পষ্টই বোঝা যাচ্ছে।
নাসার বিজ্ঞানীদের মতে, ফ্যাথন ৩২০০-এর আয়তন বর্তমানে ৫ থেকে ৮ কিলোমিটার ব্যাসের হলেও, আদতে তা ছিল আরও বড়। বেশ কয়েকবার সূর্যের কাছে চলে যাওয়ার ফলে তা ভেঙে ভেঙে ছোট হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ডিসেম্বরের ১৩ ও ১৪ তারিখ জেমিনিডস উল্কাপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের মতে, সেই সময় ১০০-রও বেশি উল্কাপাত হবে।
একদিকে ফ্যাথন ৩২০০, আর অন্যদিকে জেমিনিডস উল্কাপাত— জোড়া আক্রমণে পৃথিবীর অবস্থা কী হতে পারে তাই নিয়েই শঙ্কায় রয়েছে বিজ্ঞানীরা।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৭)