নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামে মঙ্গলবার রাত ৮ টায় সৈয়দ মিয়ার বসত ঘরে আগুন লেগে তার স্ত্রী বৃদ্ধ হাসমতের নেসা(৮০) মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চর জব্বর থানার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ রফিকুল ইসলাম।

সরজমিনে গিয়ে জানা যায়, ১৯ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ টায় সুবর্ণচর উপজেলার ওয়াপদা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড চর বৈশাখী গ্রামের মানিকগঞ্জ সংলগ্ন সৈয়দ মিয়ার বাড়ীর বসত ঘরে (কুপি) বাতি থেকে খড়ের ঘরে আগুনের সূত্রপাত হয়, এতে মুহুর্তেই সম্পূর্ণ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। হাসমতের নেসা (৮০) শারিরীক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় ঘরেই তার মর্মান্তিক মৃত্যু হয়। আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশিরা দৌঁড়ে এলেও ততক্ষণে হাসমতের নেসা পুড়ে কঙ্কাল হয়ে যান। স্ত্রী কঙ্কালসার দেহটি দেখে স্বামী হাসমত আলী (৯০) বার বার মূর্ছা যাচ্ছেন।

পার্শ্ববর্তী ০৮ নং ওয়ার্ডের মিরাজ উদ্দিন মোক্তার মেম্বার বলেন, বাড়ীতে নিহত বৃদ্ধা ছাড়া অবশিষ্ট কেউ না থাকায় (কুপি) বাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং হাসমতের নেছা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় তার এই মর্মান্তিক মৃত্যু হয়। শারীরিক প্রতিবন্ধী হাসমতের নেছার মৃত্যুতে চর বৈশাখী গ্রামে শোকের ছায়া নেমে আসে।

সৈয়দ মিয়ার বাড়ীতে চলছে শোকের মাতম। চর জব্বর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন সরজমিনে পরিদর্শন করে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

(আইইউএস/এসপি/ডিসেম্বর ২০, ২০১৭)