গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের ছোট দূর্গাপুর গ্রামের হিন্দুপাড়ায় প্রতীমা ভাংচুর ও মন্দিরের ৩টি গণেশ ঠাকুরের মূর্তি চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাতের যেকোন সময় ওই মন্দিরে প্রতীমা ভাংচুর করে মন্দির থেকে তিনটি মূর্তি চুরি করে নিয়ে যাওয়া হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর রিমন কুমার তালুকদার জানান, বুধবার দিবাগত রাতে ছোট দূর্গাপুর গ্রামের দিনেশ চন্দ্রের পারিবারিক মন্দিরে কে বা কারা প্রবেশ করে নারায়ন প্রতীমার দুই হাত ভেঙ্গে দেয়। তারা মন্দিরে অবস্থিত অন্য তিনটি ছোট ছোট গনেশ ঠাকুরের প্রতীমা নিয়ে যায়। এ ছাড়া মন্দিরে রক্ষিত ভগবত গীতা সহ অন্যান্য গ্রন্থ মন্দিরে অদুরে ফেলে রেখে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(এসআরডি/এসপি/ডিসেম্বর ২১, ২০১৭)