নাটোর প্রতিনিধি : নাটোরের রথবাড়ি রাজাপুর গ্রামে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতের হামলায় আবুল কাশেম (৩৬) নামে এক গৃহকর্তা আহত হয়। বুধবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রথমে আবুল কাশেমের বাড়িতে ঢুকে তাদের মারপিট করে হাত-পা ও মুখ বেধে ফেলে রেখে ডাকাতি করে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানাযায়, গতরাতে ৫/৭ জনের একদল ডাকাত সদর উপজেলার রথবাড়ি রাজাপুর গ্রামের প্রথমে আবুল কাশেমের বাড়িতে হানা দেয়।

এসময় বাধা দিলে ডাকাতদল আবুল কাশেম ও তার স্ত্রী পারভিনকে মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে তারা পাশের ফজর বেপারী ও শামসুল বেপারীর বাড়িতে ডাকাতি করে চলে যায়। ডাকাতরা ওই তিনটি বাড়ি থেকে নগদ ৫০ হাহার টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতরা চলে য়াওয়ার পর স্থানীয়রা আহত আবুল কাশেমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে

নাটোর থানার ওসি আসলাম উদ্দিন জানান, নির্জন ও দুর্গম এলাকায় ওই তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

(এমআর/এটিআর/জুলাই ০৩, ২০১৪)