আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর যৌনাঙ্গ কেটে যখম করেছে স্বামী। পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের সুকদেব বিশ্বাসের মেয়ে সুষমার (২৫) সাথে পাশ্ববর্তি খাজুরিয়া গ্রামের মাখন জয়ধরের ছেলে বিনয় জয়ধরের (৪০) সাথে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুই সন্তানের জননী সুষমার উপর যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করে আসছিল স্বামী বিনয়।

সম্প্রতি সুষমাকে তার বাবার বাড়ি থেকে ১লাখ টাকা যৌতুক আনতে বললে সুষমা তাতে অপরাগতা প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে বিনয় তার স্ত্রী সুষমার যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কেটে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা সুষমাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সুষমার ভাই সুমন বিশ্বাষ বাদী হয়ে বিনয়কে আসামী করে রবিবার রাতে থানায় মামলা দায়ের করেন, নং-৮(২৪.১২.১৭)। পুলিশ অভিযুক্ত পাষন্ড স্বামী বিনয়কে গ্রেফতার করেছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৭)