আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় পলিটেকনিক্যাল কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বারপাইকা (হাওলা) গ্রামের সুধাংশ কির্ত্তুনীয়ার ছেলে বরিশাল ইনফ্রা পলিটেকনিক্যাল কলেজের মেকানিক্যাল শেষ বর্ষের ছাত্র সুমন কির্ত্তুনীয়া (২৪) রবিবার রাতে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

সুমন দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভূগছিল। কিডনির চিকিৎসা করাতে তার পরিবারটি নিঃস্ব হয়ে পরে। এই অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে বলে তার পরিবার জানায়।

সোমবার এসআই শাহজাহান সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৭)