আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় পরকীয়া প্রেমিকের হাত ধরে দুই সন্তান নিয়ে গৃহবধূ উধাও। থানায় লিখিত অভিযোগ।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে ভদ্র কান্ত হালদারের ছেলে বিনয় হালদারের সাথে একই উপজেলার বাকাল গ্রামের মনিকা হালদারের (৩০) সাথে গত ১৭ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের আকাশ (১৬) ও অপু (৫) নামে দুটি সন্তান রয়েছে।

সম্প্রতি মনিকা স্বামী বিনয়ের ঘরের ৩ভরি স্বর্নালঙ্কার ও নগদ পনের হাজার টাকা নিয়ে পরকীয়া প্রেমিক আস্কর গ্রামের ভুবন হালদারের ছেলে মৃনাল হালদার (২০) এর হাত ধরে দুই সন্তান নিয়ে উধাও হয়।

বিনয় হালদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউপি সদস্য অশোক হালদার, অনাদী বল্লভ ও তার স্ত্রী রেমনি বল্লভ এর সহযোগিতায় তার দুই ছেলে নিয়ে স্ত্রী মনিকা মৃনালের সাথে আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় বিনয় হালদার বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন। ঘটনা নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৭)