গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কলেজে রবিবার বি.এড. কোর্সের নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন ও কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ মমতাজ উদদিন আহমেদ স্মরণে স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাফিউল আলম।

গোবিন্দগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কলেজ মিলনায়তনে বেসরকারী টেলিভিন চ্যানেল একুশে টেলিভিশনের সাংবাদিক আহমেদ মুশফিকা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সরকারী টি.টি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ মন্ডল, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ, বিদ্যোৎসাহী সদস্য এ্যড. আলাউদ্দিন সরকার, মোঃ নজরুল ইসলাম আকন্দ ও কলেজের অধ্যক্ষ মোঃ রন্জু শেখ।

সভাপতি, প্রধান অতিথিসহ অন্যান্যদের আসন গ্রহণ, পবিত্র কোরআন ও গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের পর অতিথি এবং প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানায় কলেজের প্রশিক্ষক রুনা বেগম ও উর্মি ঘোষ। কলেজের অধ্যক্ষ মোঃ রন্জু শেখের স্বাগত বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী মোঃ হুমায়ন কবির বকসি, শিক্ষক মোঃ ইউনুস আলী।

এরপর প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাফিউল আলম কোর্স উদ্বোধন ঘোষনা করার পর ২০১৬ শিক্ষাবর্ষের সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী মোঃ শফিউল আলম মন্ডলের হাতে কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ মমতাজ উদদিন আহমেদ স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশেষ অতিথি রাজশাহী সরকারী টি. টি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ মন্ডল । শেষে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

(এসআরডি/এসপি/জানুয়ারি ০৭, ২০১৮)