মহাকাশে বিলাসবহুল হোটেল!
বিজ্ঞান ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এ প্রকাশিত খবর অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই মহাকাশে মাথা তুলবে বিশ্বের প্রথম বিলাসবহুল হোটেল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এ নিয়ে পর্যালোচনা করতে বসেছে রাশিয়ান মহাকাশ সংস্থা ‘রসকসমস’। বিগত বেশ কিছু বছর ধরেই এ নিয়ে তোড়জোড় চলছে বলে জানা গিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হবে একটি ‘লাক্সারি অরবিটাল স্যুট’। সেখানে পোর্টহোল-সহ একাধিক প্রাইভেট কেবিন থাকবে। কেবিনে বসেই সেই পোর্টহোল দিয়ে পৃথিবী দেখা যাবে। আর এর ভিতরেই জিম থেকে শুরু করে আধুনিক লাউঞ্জ, ওয়াইফাই প্রযুক্তি, এমনকী মহাশূন্যে হেঁটে চলে বেড়ানোর ব্যবস্থাও থাকছে।
পর্যটকপিছু হোটেলে থাকার জন্য খসাতে হবে এক রাতে ৪০ মিলিয়ন ডলার। অর্থাৎ ৩২০ কোটি টাকারও বেশি।
(ওএস/এসপি/জানুয়ারি ০৮, ২০১৮)