আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক স্তরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের বিনা মূল্যের বই জিম্মি করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়বারীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ন আলোচনা শেষে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ বিষয়ক সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা।

আরও বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমলা রানী মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সভাপতি অপূর্ব লাল সরকার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সোয়েব ইমতিয়াজ লিমন, বিবাহ রেজিস্টার মো. মনিরুজ্জামান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন প্রমুখ।

সভায় মাধ্যমিক স্তরে সরকারের বিনা মূল্যের বই বই বিতরণে আর্থিক অনিয়মের সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া হাসপাতালে ডাক্তার ও নার্সদের আবাসিক সংকট, উন্নয়ন কাজে বহিরাগত সমস্যার কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা।

(টিবি/এসপি/জানুয়ারি ০৮, ২০১৮)