সাতক্ষীরা প্রতিনিধি : অবিলম্বে ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণ শেষ করে কার্যক্রম চালুর দাবিতে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকালে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দেড় ঘণ্টাব্যাপি এ অবরোধ চলে। এ সময় রাস্তার দু’পাশে কয়েক’শ মাঝারী থেকে ভারী যানবাহনের ভিড় পড়ে যায়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান তানভীর, শরীফ আহমেদ, সব্য সাচী সরকার, অরিন আক্তার, নজরুল ইসলাম প্রমুখ।
তারা বলেন, নির্মানাধীন ভবন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও আজো তা শেষ করা হয়নি। ফলে ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।
তারা অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতাল চালু না হওয়ায় তাদেরকে বাকাল এলাকা থেকে সাড়ে তিন কিলোমিটার যেয়ে সদর হাসপাতালে ব্যবহারিক বিষয়গুলো শিখতে যেতে হয়।
সেখানেও চাহিদা অনুযায়ি প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ব্যবহারিক শিক্ষা ব্যহত হচ্ছে। যা আগামিতে তাদের পেশাগত জীবনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। তারা সমস্যা সমাধানে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
(আরকে/এএস/জুলাই ০৫, ২০১৪)