নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বিষপানে বাবুল আকতার (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর ৫টায় রাজশাহী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জানা গেছে, নিয়ামতপুর উপজেলার স্বর্ণ ব্যবসায়ী বাবুল আকতার (৩৫) পাশ্ববর্তী মান্দা উপজেলার ফেটগ্রামের কছিমুদ্দিনের ছেলে। সে দুই সন্তানের জনক। বৃহস্পতিবার সকালে তার ভাই আজাদের বাড়িতে সে বিষপান করলে তাকে প্রসাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন।

বাবুল আকতারের দুলাভাই আব্দুস সামাদ এ প্রতিবেদককে বলেন, তার শ্যালক বাবুল আকতার নিয়ামতপুর বাজারে জুয়েলার্সের ব্যবসা করে। সে বিভিন্নভাবে ঋনগ্রস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার আমার আরেক শ্যালক আজাদের বাড়িতে বেড়াতে যায়। যখন বাবুল আকতার আজাদের বাড়িতে অবস্থান করছিল, তখন ওই বাড়িতে কেউ ছিল না। সে সময় সকাল ৯টায় সে বিষপান করে ঘরে শুয়ে ছিল। পাশের বাড়ির একছেলে আমার শ্যালক আজাদের ছেলেকে ডাকতে আসলে ঘরে একজনকে শুয়ে থাকতে দেখে এবং ঘরে বিষের গন্ধ পায়। সঙ্গে সঙ্গে সবাইকে ডাকলে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে তার বিষপানের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

(বিএম/এসপি/জানুয়ারি ২৬, ২০১৮)