নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অপবাদ দিয়ে এক গৃহবধূকে মারপিট করে গ্রাম ছাড়া করা হয়েছে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ১৩ জনকে আসামী করে থানায় মামলা করলে পুলিশ রাসেদুল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করে রবিবার তাকে আদালতে সোপর্দ করেছে।

আকলিমা বেগম নামে ওই গৃহবধূ গুরুতর আহত অবস্থায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মামলা করার পর থেকে আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের দাপটে ওই গৃহবধূ প্রাণনাশের আশংকায় তার বসতবাড়িতে যেতে পাড়ছেন না। এমনকি ঘটনার দিনে আসামীরা গৃহবধূর বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে তার বাড়ি থেকে আসামীরা গরু-ছাগল পর্যন্ত লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, উপজেলার রাতোয়াল গ্রামের দুলাল হোসেন ও তার স্ত্রীর মধ্যে গত ৪ জানুয়ারি রাতে দাম্পত্য কলহের একপর্যায় মনের ক্ষোভে স্বামী তার স্ত্রীকে মারধরের জন্য ভয়ভীতি দেখায়। ওই রাতে গৃহবধূ কিছুক্ষনের জন্য ভয়ে বাড়ির বাইরে আত্মগোপন করে। খোঁজা-খোঁজি করে গৃহবধূর স্বামী দুলাল হোসেন তার স্ত্রীকে পার্শ্বের খলিয়ান থেকে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি উভয়ের মধ্যে শান্তিপূর্ণ মীমাংসাও হয়।

ওই দিন বাড়ির বাইরে কেন থাকলো, এই অপবাদ দিয়ে আসামীরা শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে রাতোয়াল গ্রামের হোসেন আলীর ছেলে বিদ্যুতের নেতৃত্বে ১২/১৪ জন মিলে গৃহবধুকে মারপিট করে তার স্বামীর বাড়ি থেকে টেনে-হেঁচড়ে বের করে দেয়। এর পরেও তারা ক্ষান্ত না হয়ে একটি ভটভটি ডেকে গৃহবধূকে তার বাবার বাড়ি পার্শ্ববর্তী বড়গাছা গ্রামে নিয়ে যায়।

খবর পেয়ে গৃহবধূর স্বামী দুলাল হোসেন শ্বশুড় বাড়িতে গেলে সেখানেও বিদ্যুৎ ও তার লোকজনরা ক্ষিপ্ত হয়ে মারপিট করতে যায়। স্থানীয় লোকজনের চাপের মুখে তারা সেখান থেকে সটকে পরে। গুরুতর আহত গৃবধূকে স্থানীয় লোকজন উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ওই রাতেই ঘটনার মূলহোতা রাতোয়াল গ্রামের হোসেন আলীর ছেলে বিদ্যুৎ সহ ৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে রাণীনগর থানায় গৃহবধূ আকলিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার রাতেই রাতোয়াল গ্রামের আরফান আলীর ছেলে আসামী রাশেদ কে গ্রেফতার করে শনিবার তাকে আদালতে প্রেরণ করে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামী গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।


(বিএম/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)