দিনাজপুর দক্ষিনাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর পৌর কাউন্সিল আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে । এর আগে ২০০৯ সালে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।

আগামীকাল কাউন্সিল অনুষ্ঠিত হবে পৌর কিন্ডার গাডেনে সকাল ১০টা থেকে।

নির্বাচন কমিশনার সাইদুর রহমান ও কামাল সওদাগরের সাথে কথা বললে তিনি জানান, আগামী ২
ফেব্রুয়ারি সুষ্ঠ পরিবেশে ৯টি ওয়ার্ডে কর্মীরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন।

পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ ইতিমধ্যে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেছেন দলের সিনিয়র নেতা শহিদুল ইসলাম আলোর নিকট ।

সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন, সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ প্রতীক- তালা মার্কা। নতুন মুখ হিসেবে ইতিমধ্যেই নেতা-কর্মীদের মাঝে বেশ জনপ্রিয় লাভ করেছেন হুমায়ন কবির
প্রতীক- হরিণ মার্কা।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন, রেজাউল করিম রেজু প্রতীক- আনারস মার্কা, মহসিন আলী রাজু প্রতীক- চশমা মার্কা ও থানা বিএনপি’র বর্তমান সাংগঠনিক সম্পাদক এ্যাড একেএম মঞ্জির রশিদ রতন প্রতীক- ফুটবল মার্কা।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই প্রতীক- দোয়াত কলম, ছাত্রদলের নেতা বাবুল ইসলাম বাবলু প্রতীক- টিউবওয়েল মার্কা ও যুবদলের
মোস্তাফিজুর রহমান নয়ন প্রতীক- ভ্যানগাড়ী মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন।

বিরামপুর রাজনীতির মেরুকরণে পৌর মেয়র নির্বাচিত হন কখনও বিএনপি কখনও আওয়ামীলীগের
ঘর থেকে। বিএনপি’র নেতা-কর্মীরা চায় পৌর কাউন্সিলের মাধ্যমে আগামী দিনে বিরামপুর
পৌর পিতার আসনে বিএনপি’র প্রার্থীকে বসাতে।

পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম আলো বলেন, কাউন্সিলকে ঘিরে দলীয়
কার্যালয় বেশ সরগরম। তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনি ইমেজ বিরাজ করছে।
নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বিরামপুর পৌর বিএনপি’র রাজনীতি আরও বেগবান হবে
বলে আমার বিশ্বাস।

৯টি ওয়ার্ডে ৭২০ জন ভোটার ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করবেন। বিরামপুর প্রথম শ্রেণির পৌরসভা। এই কাউন্সিলই আগামী পৌরসভার সাধারণ নির্বাচনে বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে প্রভাব ফেলবে।

(এমএম/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৮)