ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কের পাশে জুনদহ নামক স্থানে সাইদুর রহমানের এম এস এম বিক্সস এ ইট শুকানোর কাজ করছে শিশু শ্রমিক দিন শেষে ভাটার ম্যানেজার শ্রমিকের মজুরী পরিষদ করছে ।

অন্যদিকে এই ইটভাটায় নির্বিচারে পোড়ানে হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। ভাটার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা গাছ গুলো। মহাসড়কের পাশে এমন কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে পড়ছে অদৃশ্য কারণে।

এ ভাটার মালিক সাইদুর রহমান জানান, ভাটায় সব কার্যক্রম বৈধ ভাবেই চলছে পরবর্তীতে আপনার সঙ্গে দেখা করা হবে।

পলাশবাড়ী উপজেলা জুড়ে অবৈধভাবে গড়ে উঠা ৪০ টির অধিক ইটভাটায় আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধ কার্যক্রম গুলো অব্যহত রেখেছেন ইটভাটা মালিকগণ।

এছাড়াও এসব ইটভাটায় শুধুমাত্র মাটি ও বালুর মিশ্রনে নিম্নমানের ইট উৎপাদন করে। বাজার জাত করার মাধ্যমে ক্রেতা সাধারণের সাথে প্রতারণা অব্যহত রেখেছেন ।

স্থানীয়রা জানান, এ এলাকায় রাস্তার এ পাশে ও অপর পাশে গড়ে উঠা ৬ হতে ৭ টি ইটভাটায় এভাবেই কাঠ খড়ি পোড়ানো হচ্ছে। নারী শ্রমিকের পাশাপাশি দরিদ্র শিশু শ্রমিকরাও কাজ করছে।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৮)