নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ঐতিহাসিক পুরাকীতি কুসুম্বা মসজিদে মানত দিতে এসে এক নারী যৌন হয়রানীর শিকার হয়েছেন। ঘটনার প্রতিবাদ করায় দুই দর্শনার্থীকে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। 

আহতরা হলেন পলাশ (২২) ও রাহিত (১৭)। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মসজিদ চত্বর এলাকায় হামলার এ ঘটনা ঘটে। ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

দর্শনার্থী শাহিন জানান, বাচ্চার মানত দিতে নওগাঁর মহাদেবপুর ঘোষপাড়া থেকে দুই বাস নিয়ে বেলা ১১টার দিকে তারা কুসুম্বা মসজিদে আসেন। জুমার নামাজের পর তাদের নিকটাত্মীয় এক নারীকে উত্যক্ত শুরু করে স্থানীয় বখাটে মেহেদী ও নিপ্পন। এ ঘটনার প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে দর্শনার্থীদের বাকবিতন্ডা হয়। পরে বখাটে মেহেদী, নিপ্পনসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে লাঠি-সোটা নিয়ে দর্শনার্থীদের ওপর হামলা করে। বখাটে মেহেদী হাসান কুসুম্বা দীঘিরপাড় এলাকার সাদেকুল ইসলামের ও নিপ্পন একই এলাকার নুরুল ইসলাম ওরফে নুরুর ছেলে।

বখাটেদের মারপিটে পলাশ ও রাহিত নামে দুই দর্শনার্থী আহত হন। আহত পলাশ নওগাঁ সদর উপজেলার লস্করপুর গ্রামের জালাল উদ্দিনের ও রাহিত একই এলাকার পয়তুল উদ্দিনের ছেলে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানার পরিদর্শক তদন্ত মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় নওগাঁ সদর উপজেলার লস্করপুর এলাকার তারেক হোসেন বাদি হয়ে মেহেদী, নিপ্পনসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

কুসুম্বা মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, উত্যক্তকারী বখাটেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৮)