আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মোবাইল ফোনে এক যুবতীর (২০) গোসলখানার গোপনে তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্লাকমেইলিং করার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠী গ্রামের।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আফজাল হোসেন জানান, শনিবার সকালে থানায় ওই যুবতী পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে একইগ্রামের নুর আলম বেপারীর পুত্র সুজন বেপারী (২৮) ও মৃত মকবুল সরদারের পুত্র রিপন সরদারকে (৩০) আসামি করে মামলা দায়ের করেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)