আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঝালকাঠি জেলারনলছিটিতে সড়ক দূর্ঘটনায় আজ শনিবার এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। 

সকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের ভাড়ানিরমোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহন করলেও বাকী ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা সবাই নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের শহীদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী।দুর্ঘটনার সময় পরীক্ষার্থীদের বহনকারী টমটম এর সামনের চাকা খুলে যায়।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত ) আবদুল হালিম তালুকদার জানান, ওই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকরার জন্য কুলকাঠি থেকে টমটমে করে সুবিদপুর ইউনিয়নের বাহাদুরপুরের বি.জি ইউনিয়ন একাডেমি উদ্দেশ্যে যাচ্ছিলো। মাঝ পথে বাহনটির সামনের চাঁকা খুলে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)