নওগাঁ প্রতিনিধি : রবিবার নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামীলীগের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

তিনি বলেন, আরো বলেন, যেখানে অবরোধ, সেখানেই প্রতিরোধ। রাজনীতি দিয়েই রাজনীতির মোকাবিলা করতে হবে। আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সৈনিক আওয়ামী পরিবারের একটি কর্মীর শরীরে এক বিন্দু রক্ত থাকতে এদেশের কেউ কোন ক্ষতি করতে পারবে না। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না। দেশের অপশক্তি বিএনপি-জামায়াতের প্রেতাত্মাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

প্রধান অতিথি বলেন, নিয়ামতপুরে প্রতিটি রাস্তা সংস্কারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। উপজেলা কমপ্লেক্স নির্মানের প্রক্রিয়ায় রয়েছে। মান্দা ফেরীঘাট থেকে ধানসুরা এবং শিবপুর হয়ে পোরশা উপজেলার বেজোড়া মোড় পর্যন্ত ২৪ ফুট চওড়া রাস্তার কাজ খুব শিঘ্রী শুরু হবে।

নিয়ামতপুরের উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের হাত তুলে শপথ করিয়ে নেন, নৌকা মার্কায় ভোট দেয়া এবং নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হকের সভাপতিত্বে যৌথ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন, বিশদ মনি টপ্প, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৮)