চুল পড়া থেকে রক্ষা পেতে কলার প্যাক
নিউজ ডেস্ক : প্রতিদিন ধূলাবালির কারণে আমাদের চুল অনেক বেশি রুক্ষ্ম হয়ে পড়ছে। পাশাপাশি চুলের গোড়ায় ময়লা জমে গোড়া নরম হয়ে যাচ্ছে। ফলে চুল পড়ছে। এই ধরনের চুল পড়া থেকে রক্ষা পেতে ঘরে তৈরি একটি কলার প্যাক ব্যবহার করতে পারেন। আসুন প্যাকটি তৈরি করতে প্রয়োজনীয় পদ্ধতিটি শিখে ফেলি।
উপকরণ :
১. ১টি কলা
২. ১ টেবিল চামচ অলিভ অয়েল বা নারিকেল তেল
৩. শাওয়ার ক্যাপ
প্রস্তুত প্রণালী :
ব্লেন্ডারে উপকরণগুলো যতক্ষণ না ব্লেন্ড হয় ততক্ষণ ব্লেন্ড করতে থাকুন। মিশ্রণটি গাঢ় করার জন্য প্রয়োজনে এতে হালকা আটার গুড়া ব্যবহার করতে পারেন। মিশ্রণটি ব্যবহারের আগে চুলে শ্যাম্পু করে নিন। এরপরে চুলগুলোকে ৩-৫ ভাগে ভাগ করুন। প্রতিটি ভাগে ভালো করে মিশ্রণটি মাখুন। পেস্ট লাগানো হয়ে গেলে শাওয়ার ক্যাপ দিয়ে চুলগুলো ৩০ মিনিট জড়িয়ে রাখুন। এরপরে চুলে আবার শ্যাম্পু করে কন্ডিশনার করে ফেলুন। এভাবে সপ্তাহে ২ বার ব্যবহারে চুল পড়া রোধ হবে এবং আপনি পাবেন একগুচ্ছ স্বাস্থ্যসম্মত চুল।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০১৪)