গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও সাব রেজিষ্টার অফিসে এক রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় উপজেলা পলাশবাড়ী থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার( ভুমি) আরিফ হোসেন জানান, নৈশ্য প্রহরীর দায়িত্ব অবহেলায় মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময়ে জানালার গ্রীল কেটে যতসামান্য নগদ টাকা ও মুল্যবান কাগজ পত্র চুরি হয়।

এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব অবহেলা করায় অত্র কার্যালয়ের নৈশ প্রহরী পলাশকে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে।

অপরদিকে উপজেলা সাব-রেজিষ্টার জানান প্রতিদিনের ন্যায় মঙ্গলবার অফিসিয়াল কাজ কর্মশেষে কর্মকর্তা কর্মচারীরা যথারীতি চলে যায়।নৈশ প্রহরী খোকা মিয়ার দায়িত্ব অবহেলায় রাতের কোন এক সময়ে দুস্কৃতিকারীরা জানালার গ্রীল কেটে চুরি হয়।

এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। তবে ক্ষয় ক্ষতি কি হয়েছে তা তিনি সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন নি।

খবর পেয়ে পলাশবাড়ী থানার ওসি মাহামুদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে একই রাতে সরকারের গুরুত্বপুর্ন দুটি দপ্তরের রহস্যজনক চুরির ঘটনা ব্যাপক আলোচনা সমালোচনার সৃৃষ্টি করেছ পাশাপাশি প্রকৃত ঘটনাটি আড়াল করতে একটি মহল ওঠে পড়ে লেগেছে
উল্লেখ এর আগেও গুরুত্বপূর্ণ অফিস দুটিতে চুরি হয়েছিল।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৮)