গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটভাটায় কাজ করতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে মাহবুর রহমান (৩০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুই সন্তানের জনক হতভাগ্য শ্রমিক মাহবুর রহমান (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামের হাছেন আলীর পুত্র।

মৃতের স্বজন ও এলাকার লোকজন জানায় , মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের কোচাশহর এলাকার আজাদ কনস্ট্রাকশন নামের একটি ইটভাটার শ্রমিক মাহবুর প্রতিদিনের মত রবিবার সকাল থেকে ইট তৈরির জন্য স্তুপ করে রাখা মাটি থেকে কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। দুপুরের দিকে তিনি অসাবধানতাবশত এর নিচে চাপা পড়েন। ভাটা কর্তৃপক্ষ সাথে সাথে তাকে তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবের মৃত্যু হয়।

আজাদ কনস্ট্রাকসনের মালিক আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অসাবধানতা বশতঃ মাহবুব দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। হতভাগ্য শ্রমিকের পরিবারকে যথাসাধ্য সহায়তা করা হবে।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)