আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিন বাগধা গ্রামের আ. মজিদ মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্লার সাথে পাশ্ববর্তী কোটালীপাড়া থানার নাগরা গ্রামের মুক্তা বেগমের সাথে এক বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য স্ত্রী মুক্তাকে প্রায়ই শাররীক নির্যাতন করত স্বামী মহিউদ্দিন।

এ ঘটনায় স্ত্রী মুক্তা বেগম বাদী হয়ে আদালতে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করলে ওই মামলায় রোববার রাতে নির্যাতনকারী স্বামী মহিউদ্দিন মোল্লাকে এএসআই নেছার উদ্দিন গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিউদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)