তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন মডেলের বাইক আছে রয়েল এনফিল্ড। এটি রয়েল এনফিল্ড থান্ডার বার্ড। দুইটি ভার্সনে বাইকটি পাওয়া যাবে। এগুলো হলো থান্ডারবার্ড ৫০০ এক্স ও ৩৫০ এক্স।

নতুন মডেলে থাকবে উজ্জ্বল রঙের ফুয়েল ট্যাঙ্ক। লাল, হলুদ, নীল ও সাদা রঙে মিলবে বাইকটি।

বাইকে থান্ডারবার্ডের পরিচিত ক্রোমের বদলে ‌যন্ত্রাংশে ব্যবহার করা হয়েছে কালো রং। নতুন ভেরিয়্যান্টদু‍'টিতে থাকবে অ্যালয় হুইল।

এমাসের শেষেই আসছে বাইকটি। সম্ভবত ২৮ ফেব্রুয়ারি থেকে বাইকটি পাওয়া যাবে।

নতুন প্রজন্মের ক্রেতাদের নজরে রেখে থান্ডারবার্ডের পুরনো মডেলে রদবদল করে তৈরি করা হয়েছে এই মোটরসাইকেলটি।

নতুন ভার্সন দুটিতে থাকছে অ্যালয় হুইল। এছাড়া ট্রেন্ডি লুক দিতে বাইকের পিছনে হ্যান্ডেলবার বাদ দিয়েছে রয়্যাল এনফিল্ড।

মোটরসাইকেলটিতে থাকতে পারে পুরনো থান্ডারবার্ডের ইঞ্জিনই। সেক্ষেত্রে থান্ডারবার্ড ৫০০ এক্স-এ থাকবে ৪৯৯ সিসি এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। ‌যা থেকে মিলবে ২৭.২ অশ্বশক্তি ক্ষমতা ও ৪১.৩ নিউটরমিটার টর্ক।

থান্ডারবার্ড ৩৫০ এক্স-এ থাকতে পারে ৩৪৬সিসি ইঞ্জিন। তা থেকে মিলবে ২১ অশ্বশক্তি ক্ষমতা ও ২০ নিউটরমিটার টর্ক।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৮)