পাথরঘাটায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ‘সেবা-ই সম্পদ, বিজ্ঞান প্রযুক্তি ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৮ শুরু হয়েছে।
২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুইদিনের এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পাথরঘাটা কে এম মডেল মাঃ বিদ্যালয় অডিটরিয়মে চলোমান এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রথমদিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা-ঝালকাঠী সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,পৌরমেয়র আনোয়ার হোসেন আকন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবির আহমেদ,শিক্ষা অফিসার মোস্তফা আলম।
উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.হুমাউন কবির।
পাথরঘাটা আদর্শ বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম রেজা জানান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় আইসিটি বিভাগকে যুগোপযোগী করে আমাদের ছেলেমেয়েদের মেধা ও মননে এক নতুন আলো ছড়িয়ে দিয়েছেন।
কে.এম.মডেল মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আমাদের সন্তানদের ডিজিটাল দুনিয়ায় এগিয়ে নিতে আরও একধাপ এগিয়ে গেলো।
অনুষ্ঠান চলবে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত।
(এটি/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)