স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বিএনপির রাজনীতি এখন নীতিভ্রষ্ট, পথভ্রষ্ট ও হতাশাগ্রস্ত। তাই তারা অসংলগ্ন কথা বলে বেড়াচ্ছে। ইতিহাস, ঐতিহ্য জেনে তারপর আওয়ামী লীগের সম্পর্কে কথা বলবেন।

সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াত ও হেফাজত বিএনপির সঙ্গ ত্যাগ করেছে । তাই আমি বলতে চাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছে।

সুরঞ্জিত বলেন, বিএনপির রাজনীতি পূর্বে ছিল ভারত বিরোধী, এখন তাদের রাজনীতি হচ্ছে ভারত তোষামোদী করা। এই রাজনৈতিক আচরণ বর্তমানে অচল হয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি যদি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসে তবে তাদের জনগণ গ্রহণ করবে। তা না করলে এই জনগণই তাদেরকে আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী।

(ওএস/এটিআর/জুলাই ০৭, ২০১৪)